গুজব রোধে পটুয়াখালী র‍্যাব-৮ এর সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গুজব রোধে পটুয়াখালী  র‍্যাব-৮ এর সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী র‍্যাব -৮ সিপিসি-১ এর আয়োজনে সচেতনতামূলক কার্যক্রম শুরু,পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা এবং রক্ত লাগবে এমন গুজব প্রতিহত করতে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৭ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকার সময় গুজব রোধে সচেতনতামূলক সভার আয়োজনে করেন এতে উপস্থিত ছিলেন,অত্র কলেজের অধ্যক্ষ , শিক্ষক মন্ডলী সহ শিক্ষার্থীরা।

পটুয়াখালী র‍্যাব-৮ সিপিসি-১ সিনিয়র এ এসপি  সোয়েব আহমেদ খান  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন  কোথায় কাউকে সন্দেহ হলে তাকে না পিটিয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে খবর দিতে বলেন,শুধু নিজে সচেতন হতে হবে না সকলকে সচেতন করতে হবে।

এই গুজব থেকে আমাদের সকলকে প্রতিহত করতে হবে ,যাতে করে এমন গুজব আর কোথাও ছড়িয়ে না পড়ে সেদিকে আমাদের সকলের লক্ষ রাখতে হবে। এবং সহযোগিতার জন্য ৯৯৯ নম্বরে কল দিতে বলেন।